ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

স্বামী দুই তালাক বলায় নববধূর  আত্মহত্যা

সিলেট প্রতিনিধি: সিলেটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেটের গোলাপগঞ্জে দক্ষিণ কানিশাইল এলাকায় সৌদিপ্রবাসী হাবিবুর রহমানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাবিবুর রহমানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত নারীর নাম তানজিনা ইসলাম (২৫)। ১৮ দিন আগে সৌদিপ্রবাসী হাবিবুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

আরও পড়ুন

হাবিবুর রহমানের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ জুন গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ের সঙ্গে বিয়ে হয় সৌদিপ্রবাসী হাবিবুর রহমানের। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। মঙ্গলবার পারিবারিক বিষয় নিয়ে সকালে হাবিবুর রহমানের সঙ্গে তানজিনা ইসলামের বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে হাবিবুর রহমান ‘এক তালাক, দুই তালাক’ বলে চিৎকার দিলে তানজিনা নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর পরিবারের অন্য সদস্যরা তানজিনাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে প্রবেশ করলে তানজিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁকে নামিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানজিনাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন বলেন, হাবিবুর রহমান নামের ওই ব্যক্তি সৌদিপ্রবাসী। স¤প্রতি তিনি দেশে ফিরে বিয়ে করেন। পারিবারিকভাবেই তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল ছিল। মঙ্গলবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতন্ডা হয়েছিল। এ সময় স্বামী রাগের মাথায় তালাক দেওয়ার কথা বলেছিলেন। এরপর স্ত্রী নিজ কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকচের প্রস্তাব গৃহীত 

বিএফএ সম্মেলনে বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূস 

বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ডিসি-এসপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শাস্তি

যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত

সুনামগঞ্জ  দুই সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ