রৌমারীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, আটক ২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারের আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে থেকে পঞ্চাশোর্ধ্ব মানসিক ভারসাম্যহীন ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে রৌমারী থানা পুলিশ।
এ ব্যাপারে ওই এলাকার গ্রাম পুলিশ বাচ্চু মিয়া বাদি হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড়বছর আগে কোথায় থেকে ভারসাম্যহীন অজ্ঞাত নারী বড়াইকান্দি বাজারে আসে।
এমন অবস্থায় বাজারের বিভিন্ন স্থানে অবস্থান করতো। গতকাল ভোরে ফজরের নামাজের মসুল্লিরা মসজিদে যাওয়ার সময় ডিসি সড়কের মাঝামাঝি ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়।
আরও পড়ুনরৌমারী থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি মুশাহেদ খান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে এটি একটি হত্যার ঘটনা।
মন্তব্য করুন