কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। এবছর ওয়াহেদ আলী নামে এক কৃষক ফাঁদ দিয়ে সর্বোচ্চ আড়াইশ’ ইঁদুর নিধন করায় তাকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ইঁদুর নিধন অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকসহ অতিথিবৃন্দ।
আরও পড়ুনএসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হৈমন্তী রানী ও প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। অনুষ্ঠানে সকল কৃষককে ইঁদুর নিধন করার পরামর্শ দেওয়া হয়।
মন্তব্য করুন