ভিডিও সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

বিনা-১৭ ধান চাষে সফলতা পেয়েছেন ধামইরহাটের কৃষক

বিনা-১৭ ধান চাষে সফলতা পেয়েছেন ধামইরহাটের কৃষক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে চলতি আমন মৌসুমে বিনা-১৭ ধান চাষে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক। ধানের রোগবালাই না থাকায় এবং আগাম ধান পাকায় কৃষকরা সহজে এ ধান ঘরে তুলতে পারছেন এবং রবি শস্য চাষের প্রস্তুতি গ্রহণ করছেন তারা। ফলে একই জমিতে বছরে তিন ফসল চাষ করা সম্ভব হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে জানা যায়, ২০১৭ সাল থেকে উপজেলা কৃষি বিভাগ দেশীয়ভাবে উদ্ভাবিত বিনা-১৭ ধান চাষে কৃষকদের বিভিন্নভাবে প্রণোদনা ও উৎসাহ প্রদান করছে। এ বছর ৫০ হেক্টর জমিতে কৃষকগণ বিনা-১৭ জাতের ধান চাষ করেছে। এ ধান অনেকটা জিরাশাইলের মত সরু। ভাত খেতে খুব সুস্বাদু।

উচ্চ ফলনশীল ও খরা সহিঞ্চু এ জাতের ধান বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ উপযোগী। বিশেষ করে এ ধান চাষে ২০-৩০ ভাগ সার এবং ৩০ ভাগ পানি খরচ কম হয়। অন্যান্য ধানের তুলনায় এ ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এ ধান মাত্র ১২০ দিনের মধ্যে কাটা যায়। তাই কৃষক ওই জমিতে রবি শস্য বিশেষ করে আলু, সরিষা ও গম চাষের জন্য পর্যাপ্ত সময় পায়।

আরও পড়ুন

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের বলেন, এবার ধামইরহাট উপজেলায় আমন মৌসুমে ২১ হাজার হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর জমিতে বেশি ধান চাষ হয়েছে। এরমধ্যে বিনা-১৭ ধান চাষ করা হয়েছে ৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে। ইতোমধ্যে প্রায় ৭০ ভাগ জমির ধান কাটা হয়েছে।

বিনা-১৭ জাতের ধান একর প্রতি ৬০ থেকে ৬৫ মণ হারে ফলন হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে উঠান বৈঠক, সভা, কৃষক সমাবেশ, গ্রাম কৃষক বন্ধু প্রশিক্ষণ, প্রণোদনা, লিফলেট বিতরণ, কৃষি প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের এ ধান চাষে উৎসাহিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের জীম্বংখালীতে বন্দুক ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত ২০

ঝিনাইদহে দুই আলমসাধুর মখোমুখি সংঘর্ষে নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১

হিযবুত তাহরীর মাহফুজ আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দু’জন আলাদা ব্যক্তি

রাজধানীর বংশালে ফুলবাড়ীয়ায় ২৫টি ককটেল উদ্ধার