ভিডিও বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬৫ শিক্ষার্থী

ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬৫ শিক্ষার্থী

ভোলা বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রয়োগের পর অসুস্থ হয়ে পড়ে ৬৫ জন ছাত্রী।এদের মধ্যে ৪৮ জনকে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং ৬ জনকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। 

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনা শুনে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানউজ্জামান হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোঁজ খবর নেন এবং দুপুরে জেলা প্রশাসক মো. আজাদ জাহান হাসপাতালে এসে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে স্কুলে জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকা দেয়। দুপুর সাড়ে ১১টার পর হঠাৎ একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে টিকা নেয়া সবাই অসুস্থ হয়ে পড়ে। এদের দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন

 

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ জানান, জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলাকালীন সময় এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরো অনেক ছাত্রী অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিক টিকাদান বন্ধ করে দিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে এনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ৪/৫ জন টিকা নেয়া ছাড়া ছাত্রীও অসুস্থ হয়ে পড়েন। 

তিনি আরো বলেন, ভয়ের কোনো কারণ নেই। এরা ১ হতে ২ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে। এটা মাস্কসার্জিকেল সমস্যা হতে পারে।  

এ ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ভয়ের কোনো কারণ নেই। এর আগে এ জেলায় এই টিকা প্রয়োগ করা হয়েছে কোথায়ও এ রকম সমস্যা হয়নি। জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ হতে ৬৫ জন ছাত্রীরা অসুস্থ হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভোলা থেকেও একটি মেডিকেল টিম আনা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  প্রি-কপ২৯ আলোচনার আয়োজন করেছে

মানিকগঞ্জের ছাত্রলীগ নেতা রংপুর থেকে গ্রেপ্তার

ঢাকা-মদিনা রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

রংপুরের সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউপি চেয়ারম্যান লেবু গ্রেপ্তার

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কলেজছাত্রের

অন্তর্বর্তী সরকারকে যে কথা মাথায় রাখতে বললেন মঈন খান | Moin Khan | BNP | Politics | Daily Karatoa