সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দুই ভাই-বোন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এ সময় ফাহিম পানিতে পড়ে যায়। পানি থেকে ফাহিমকে ওপরে উঠাতে গিয়ে পানিতে পড়ে যায় হামিদা। ফাহিম বাড়িতে গিয়ে জানালে ঘটনাস্থলে আসে পরিবারের সদস্যরা। হামিদাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, হামিদাকে হাসপাতালে আনার আগেই মারা যায়।