নওগাঁর বদলগাছীতে চার দোকানির জরিমানা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিম, পেঁয়াজ, মুরগির দাম বেশি ও অপরিষ্কার রাখার দায়ে ৪ দোকান মালিকের জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনামুলের ডিমের দোকানে ৫ হাজার, নিশির মুদির দোকানে ২ হাজার, একটি মুরগির দোকানে ৫ হাজার ও এক সবজির দোকানে বাংলা বাটখারা ব্যবহার করার অপরাধে জরিমানা করা হয়।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুবেল আহমে। এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন