ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

রাবি আইবিএ’র পরিচালক হলেন প্রফেসর ড. হাছানাত আলী

রাবি আইবিএ’র পরিচালক হলেন প্রফেসর ড. হাছানাত আলী, ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর পরিচালক পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সাদ আহমেদ সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, ড. হাছানাত আলী আগামী ১১ অক্টোবর থেকে তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। 
ড. হাছানাত আলী ১৯৮৫ সালে নিজ জেলা বগুড়া থেকে দাখিল ও ১৯৮৭ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ইসলামি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক ও ১৯৯২ সালে ফাস্ট ক্লাস ফাস্ট হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও ২০০৭ সালে ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৬ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ড. হাছানাত আলী ও পরে ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক হন। পরে ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। দেশে-বিদেশে ২৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ ৪৮ পরীক্ষার্থী

গাজীপুরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ

দেড় মাস পর ফের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু

বগুড়া সোনাতলায় মারপিটে গর্ভবতী গৃহবধু নিহতের অভিযোগ

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত