ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ইসমাইল হাওলাদার

পিরোজপুরের কাউখালীতে  সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইসমাইল হাওলাদার (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ইসমাইল উপজেলার আসপদ্দী গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে। সে আসপদ্দী উজিয়াল খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও স্কুলে গিয়েছিল ইসমাইল। স্কুল থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না বলে নিজ বাড়ির সুপারি বাগানে সুপারি পাড়তে যায়। বাগানে কিছু পড়ার শব্দ পেয়ে তার দাদি বাগানে দৌড়ে যান। বাগানে গিয়ে সুপারি গাছের নিচে মুখমণ্ডল থেতলানো অবস্থায় ইসমাইলকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার ডাক-চিৎকারের পরিবারের লোকজন গিয়ে ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

 

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দীপ্ত কুন্ডু বলেন, ইসমাইলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল 

সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা 

জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা

পানি কমায় স্বস্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা 

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩