ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরির গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরির গাড়িতে হামলা, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: আলোচিত ও সমালোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে জেলা শহরের টি এ রোড এলাকায় এ ঘটনা ঘটে।হামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।

হামলার বিষয়ে গিয়াস উদ্দিন তাহেরি বলেন, “ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ হচ্ছে। আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আজ (সোমবার) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয়। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে নিরাপত্তার শঙ্কা রয়েছে বলে জানানো হয়। তাই রাতেই আমরা কর্মসূচি স্থগিত করি।”

তিনি আরও বলেন, “বিষয়টি নতুন জেলা প্রশাসককে জানাতে চেয়েছিলাম। বেলা আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টি সেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা বরাবর পৌঁছালে মাদ্রাসাছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। তারা আমাকে গাড়ি থেকেও বের করার চেষ্টা করেছিল। কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে আমি চলে আসতে সক্ষম হয়েছি।”

আরও পড়ুন

সদর থানার ওসি বলেন, “আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তাকে বলেছি অভিযোগ দিতে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে চলছে হরতাল, বাস চলাচল বন্ধ

বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি