ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

লালমনিরহাটে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিলেন আরেক শিক্ষক

লালমনিরহাটে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিলেন আরেক শিক্ষক, প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাম্প্রতিক সময়ে সাময়িক বরখাস্ত  হওয়া প্রাধান শিক্ষক জসিম উদ্দিন উত্তম কুমার অধিকারী নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে  দিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গতকাল সোমবার রাতে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী। এর আগে সকালে উপজেলার বোডেরহাট এলাকায় অতর্কিত হামলায় আহত হন উত্তম কুমার। তিনি উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন জসিম উদ্দিন। নানান অনিয়মের কারণে বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট করেন। সাম্প্রতিক সময় বৈষম্য বিরোধী ছাত্ররা প্রধান শিক্ষক জসিম উদ্দিনের নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

যার প্রেক্ষিতে প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন।

আরও পড়ুন

এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বরখাস্তাদেশ প্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন। প্রতিদিনের মত ঘটনার দিন সকালে বিদ্যালয় যাচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার। এ সময় বোডের হাট এলাকায় দলবল নিয়ে দাঁড়িয়ে থাকা বরখাস্থ হওয়া প্রধান শিক্ষক জসিম উদ্দিন উত্তম কুমারের পথরোধ করে হামলা চালান। পরে স্থানীয়রা এসে উত্তম কুমারকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার বলেন, কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন দলবল নিয়ে আমার ওপর হামলা চালিয়েছেন। তিনি ন্যায় বিচার দাবি করেন। তবে তার অভিযোগ অস্বীকার করেন বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এনিয়ে কথা হলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড