ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নতুন কর্মসূচি; এক দিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’

নতুন কর্মসূচি; এক দিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’

নিউজ ডেস্ক: নতুন কর্মসূচি ঘোষণায় পরিবর্তন এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে ডাকা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে আগামীকাল সোমবার ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে এটি মঙ্গলবার হওয়ার কথা ছিল।

নতুন এই কর্মসূচি নিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন

আসিফ লেখেন, ‘আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে প্রধানমন্ত্রী। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।’

আসফের ভাষ্যে, ‘চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ওয়ালটন মাদারবোর্ডে (পিসিবিএ) হচ্ছে আমেরিকার সিকিউরিটি ডিভাইস

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ নিহত

সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার: মুশতাক