ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

রেলের অনলাইন টিকিটের পদ্ধতিতে পরিবর্তন আসছে: উপদেষ্টা

সংগৃহীত,রেলের অনলাইন টিকিটের পদ্ধতিতে পরিবর্তন আসছে: উপদেষ্টা

ট্রেনের অনলাইন টিকিটের পদ্ধতিতে কিছুটা পরিবর্তন ও সুবিধা সংযোজনের কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকেটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা কিছু পরিবর্তনের কথা উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, আজ একটা প্রেজেন্টেশন হয়েছে। সেখান আমরা অনেক কিছু পেয়েছি। চালডালের নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফিজার আহমেদ ও আনিকা জারা। উনারা আজ ছিলেন, বিভিন্ন বিষয় জানিয়েছেন। উনারা সবাই ভালো কম্পিউটার এক্সপার্ট। আমাদের মাথায় কিছু নেই। মাথায় কিছু থাকলে তো মানুষ রাস্তায় গুলি খেত না। হাসপাতালে যেত না।

উপদেষ্টা বলেন, তাদের প্রেজেন্টেশনে দেখা গেলো, কমলাপুর থেকে টিকিট চাইলেন সেখানে নেই। কিন্তু তেজগাঁও থেকে আছে। আবার ৭টার ট্রেনে টিকিট নাই কিন্তু ১০টার ট্রেনে আছে। তবে সেটির কী অবস্থা তা জানা যাচ্ছে না।

রেলওয়ের অনলাইন টিকিট পদ্ধতির সহযোগী সহজকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাত্রীরা যেন এখন থেকে এটা দেখতে পান- কখন, কোথায় কোন স্টেশন থেকে টিকিট আছে। সহজ বলেছে, আগামী দু-তিনদিনের মধ্যে এটা ঠিক হবে। না হলে আপনারা অভিযোগ করবেন।

আরও পড়ুন

তিনি বলেন, রেলে অনেকেই কর্মকর্তা আছেন। এখানে কাজ করেন। কিন্তু এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা জনগণনের সম্পত্তি। আমরা দেশটাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। মৌখিক বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে এখন থেকে। আবার বিভিন্ন স্টেশন থেকেও টিকিট বরাদ্দ আছে। এখন সেটা এক স্টেশনে বিক্রি না হলে অন্য স্টেশন থেকে পাওয়া যাবে। সেটাও সহজকে বলা হয়েছে। আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানের

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না: সৈয়দা রিজওয়ানা হাসান

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার টিটন ৫ দিনের রিমান্ডে

কুমিল্লায় গলাকাটা যুবকের লাশ উদ্ধার

চাঁদাবাজি নয়, লেনদেনের দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানিয়ে শিরোনামহীনের গান