ভিডিও বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

ফের ভারত থেকে আসলো ২ লাখ ৩১ হাজার ডিম

ফের ভারত থেকে আসলো ২ লাখ ৩১ হাজার ডিম

বাজারে ডিমের মূল্যবৃদ্ধি ঠেকাতে যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম দেশে এসেছে। ৫০ লাখ ডিম আমদানির সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে তৃতীয় চালানে এসেছে মুরগির এই ডিম।

আজ রবিবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডিমের চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রো ল্যান্ড সলিউশন নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান। এসব ডিম রফতানি করেছে ভারতের শ্রী লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার।  

আরও পড়ুন

এছাড়া এ বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল বেনাপোল।

বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, বাংলাদেশের একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে। এবং সরেজমিনে পরীক্ষণ করে এ চালানটি খালাস দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমোরিমের শেষ ম্যাচে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

চমক নিয়ে আসছে ব্লুটুথের নতুন ভার্সন

১০ হাজারে বিক্রি হলো লম্বু পোয়া মাছ 

দ্বিতীয় বারেরমত হোয়াইট হাউজে ট্রাম্প

ইলেকটোরালের পর পপুলার ভোটেও রেকর্ড ট্রাম্পের

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি শনাক্ত করবে এআই