ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ বিকাল

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মিনি বাসের ধাক্কায় দুলা মিয়া (৫৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে চারমাথা–-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলা মিয়া বগুড়া সদর থানার ১৫ নম্বর ওয়ার্ডের ঝোপগাড়ি বড় কুমিরা গ্রামের মরহুম জব্বার মিয়ার ছেলে ও ওয়ার্ড জামায়াতের একজন কর্মী ছিলেন।
 
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুলা মিয়া মোটরসাইকেলে চারমাথা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
 
ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে মহাসড়ক পারাপারের সময় চারমাথা থেকে রংপুর অভিমুখী একটি মিনিবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর মিনিবাস ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

বগুড়া ৬ (সদর) আসনে ভোটারদের প্রত্যাশা

প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী

নওগাঁর আত্রাইয়ে ফসলি জমি থেকে রাতে মাটি কাটার হিড়িক

বগুড়ার আদমদীঘিতে গৃহবধুর আত্মহত্যা

বিক্ষোভে ‘হাজারো হত্যাকাণ্ডের’ পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত: খামেনি