ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৭ বিকাল

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি : ড. নজরুল ইসলাম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি : ড. নজরুল ইসলাম

রংপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) ড. নজরুল ইসলাম বলেছেন, প্রায় ২ কোটি মানুষের জীবন গাঁথা তিস্তাপাড়ের জনগোষ্ঠীর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিস্তাপাড়ের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে।

ইতোমধ্যে তিস্তা নদী পরিদর্শন, স্থানীয় জনগোষ্ঠীর সাথে মতবিনিময়সহ বিভিন্ন কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবেশবাদী সংগঠন তিস্তা নিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হওয়ার আশা করছি আমরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। শুধু আশার বাণী নয় আমরা চাই কাজের বাস্তবায়ন। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে রংপুর চেম্বার মিলনায়তনে বাপা রংপুর জেলা আয়োজিত সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বাপা রংপুর জেলা আহ্বায়ক এড. শামীমা আখতার শিরিনের সভাপতিত্বে ও বাপা জেলা সদস্য সচিব রশিদুস সুলতান বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ নেটওর্য়াক (বেন) সহ-সভাপতি ড. মো: খালেকুজ্জামান, বাপা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি এমদাদুল হোসেন, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সিটি প্রেস ক্লাব সভাপতি স্বপন চৌধুরী, রংপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট রংপুর জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, বাপা জেলা যুগ্ম আহ্বায়ক হাসনিন আখতার খানম এ্যানী, কাবিক সভাপতি শারমিন জাহান, কুড়িগ্রাম জেলা সম্পাদক নুরুন্নবী সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি : ড. নজরুল ইসলাম

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশার ট্যাবলেট ও সিরাপ জব্দ

ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, উত্তপ্ত পরিস্থিতি