আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে লড়বে বাংলাদেশ-ভারত
স্পোর্টস ডেস্ক: মাঠে গড়িয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচের মধ্য দিয়ে বৃহস্পতিবার পর্দা উঠেছে বয়সভিত্তিক এ বৈশ্বিক আসরের। প্রথম দিন খেলা হয়েছে তিনটি। গতকাল মাঠে নেমেছে আরো ছয়টি টিম। তবে বাংলাদেশের যুবারা এখনো মাঠে নামেননি। লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম ম্যাচ খেলবে আজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রতিপক্ষ প্রতিবেশী ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় দিয়ে ভারত টুর্নামেন্টে নিজেদের শুরুটা রাঙিয়ে নিয়েছে অবশ্য।টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড শিরোপার মালিক ভারত। আগের ১৫টি আসরের মধ্যে তারা শিরোপা জিতেছে পাঁচবার। তাদের শোকেসে সর্বশেষ শিরোপা যোগ হয়েছে ২০২২ সালে। বিপরীতে বাংলাদেশ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মাত্র একবার। ২০২০ সালের আসরে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীরা।
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ লড়াই করছে ‘এ’ গ্রুপে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। আগামী ২০ জানুয়ারি নিউজিল্যান্ড ও ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের টিম। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে বুলাওয়েতেই। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষের দেশের যুবারা মাঠে নামবে হারারেতে।
যুব ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে ৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাররা সবগুলো ম্যাচ খেলবে জিম্বাবুয়ের মাঠে।
আরও পড়ুনঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ থেকেও সরাসরি উপভোগ করা যাবে। ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করবে র্যাবিটহোল। সঙ্গে আসরের ম্যাচগুলো সরাসরি দেখাবে ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। স্টার স্পোর্টসে খেলা দেখা যাবে ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকেও।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
মন্তব্য করুন




_medium_1768574878.jpg)




