শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে বিসিবি
স্পোর্টস ডেস্ক : বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্য ঘিরে সৃষ্ট উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি। এই ইস্যুতে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নাজমুলের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপের প্রক্রিয়া চালু রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও এখনো নাজমুল ইসলামের কোনো জবাব পাওয়া যায়নি। গঠনতন্ত্র অনুযায়ী তাকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে, যা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে।
তিনি আরও জানান, এরই মধ্যে নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব না এলে বিষয়টি বিসিবির ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে।
আরও পড়ুনমিঠু বলেন, “আমরা গঠনতন্ত্রের বাইরে কিছু করছি না। প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।” তার বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে, শোকজের জবাব না দিলে নাজমুল ইসলামের বিসিবির পরিচালক পদ হারানোর সম্ভাবনাও তৈরি হতে পারে।
মন্তব্য করুন



_medium_1768574878.jpg)


_medium_1768560235.jpg)


