লালমনিরহাটে নারী পর্যটক হেনস্থার ঘটনায় যুবক আটক
লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশ ভ্রমণে বের হওয়া এক নারী পর্যটক লালমনিরহাটে হেনস্থার শিকার হওয়ার ঘটনায় স্থানীয় ডিবি পুলিশ সেই যুবককে আটক করেছে। আটক করা ওই যুবককে আজ বুধবার (১৪ জানুয়ারি) আদালতে নেয়া হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করে।
লালমনিরহাট শহর থেকে পদব্রজে কুড়িগ্রাম যাওয়ার পথে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এ হেনস্তার ঘটনাটি ঘটে। ঘটনার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবককে আটক করেছে।
ভুক্তভোগী ওই নারী পর্যটক এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ। গ্রেফতারকৃত যুবক হলেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আলম হোসেনের ছেলে আবু কালাম।
পুলিশ জানায়, ওই নারী পর্যটক গত এক মাস ধরে পদব্রজে দেশের বিভিন্ন জেলা ভ্রমণ করে আসছিলেন। লালমনিরহাটে পৌঁছে তিনি জেলার কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এরপর গত রোববার সকালে তিনি পদব্রজে কুড়িগ্রাম জেলার উদ্দেশে রওনা দেন।
লালমনিরহাট শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে মহেন্দ্রনগর এলাকায় পৌঁছালে তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। এসময় তিনি সড়কের পাশে একটি বাড়িতে গিয়ে টয়লেট ব্যবহারের অনুমতি চান। টয়লেট থেকে ফেরার পথে ওই বাড়ির সদস্য আবু কালাম তাকে শ্লীলতাহানির চেষ্টায় হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুনভুক্তভোগী নারী চিৎকার করলে বাড়ির অন্য সদস্যরা ছুটে আসেন। তবে ঘটনার বিচার না করে উল্টো তাকে চুরির অপবাদ দিয়ে মারধরের চেষ্টা করা হয়। পরে ওই বাড়ি থেকে বের হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বর্ণনা দেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ফেসবুক লাইভে ওই নারী পর্যটক বলেন, আমি এক মাস আগে পদব্রজে দেশ ভ্রমণে বের হয়েছি। লালমনিরহাটে আসার আগে বেশ কয়েকটি জেলা ঘুরেছি। কোথাও কোনো সমস্যায় পড়িনি। কিন্তু লালমনিরহাটে এসে এমন অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছি।
গতকাল মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী নারী স্থানীয় সাংবাদিকদের জানান, তার ফেসবুক লাইভ দেখেই ডিবি পুলিশ দ্রুত নিরাপত্তার ব্যবস্থা নেয়। তিনি অভিযুক্ত যুবককে চেনেন না। কিন্তু পুলিশ অল্প সময়ের মধ্যেই তাকে শনাক্ত করে গ্রেফতার করেছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) এবিষয়ে লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহম্মেদ বলেন, ফেসবুক লাইভটি দেখার পর আমরা দ্রুত ঘটনার সাথে জড়িত যুবককে আটক করি। আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1768405276.jpg)



_medium_1768403377.jpg)

