রংপুরে আনসার-ভিডিপি‘র ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে লালমনিরহাটে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি। আজ রোববার ১১ জানুয়ারি) শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী কলেজ প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য, তাদের পরিবার এবং সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং রংপুর রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস’র উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচিতে চক্ষু চিকিৎসা, চক্ষু ছানি (ক্যাটারেক্ট) অপারেশন, দন্ত চিকিৎসাসহ সাধারণ রোগের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাপ্টীবাড়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শহিদুল ইসলাম।
আরও পড়ুনড্রিমার্স কন্সালটেশন এন্ড রিসার্চ’র ১৩জন চিকিৎসকের একটি টিম ও মেডিকেল এ্যাসিসটেন্ট, আনসার-ভিডিপি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলমান রয়েছে।
মন্তব্য করুন



_medium_1768146352.jpg)



