মোস্তাফিজকে ছেড়েই দিলো কলকাতা
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটাও সেরে ফেলল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
কলকাতার ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল’র পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এ কাজ করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।’
আজ শনিবার (৩ জানুয়ারি) গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন যে, বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে ছেড়ে দিতে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘ভারতে মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টি নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে সরিয়ে বিকল্প খেলোয়াড় বেছে নিতে বলা হয়েছে। শুরুতে আমরা ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো।’ তিনি আরও জানান, কেকেআর যদি কোনো বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া, যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে।’
আরও পড়ুনউল্লেখ্য, মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের কর্ণধার বলিউড অভিনেতা শাহরুখ খানকে ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি নেতা ‘দেশদ্রোহী’ আখ্যা দেন। পাশাপাশি দেশের কিছু কথিত আধ্যাত্মিক গুরুও এই ইস্যুতে শাহরুখকে নিশানা বানান।
মন্তব্য করুন









