তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা–৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তাসনিম জারার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
ভোটার যাচাই বাছাইয়ে স্বাক্ষরিত ২ জন সমর্থকের জাতীয় পরিচয় পত্রে ঠিকানা ভুল থাকায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় বলে জানা গেছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে এই ঘোষণার বিপরীতে নির্বাচন কমিশনে আপিল করবেন ডা. তাসনিম জারা।
আরও পড়ুনহলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এ ছাড়া দেশের বাইরে তাঁর আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








