নরসিংদীতে ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরা উপজেলায় মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আইনশৃঙ্খলাবাহিনীর একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আটক করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
রায়পুরা থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান জানান, মঞ্জুর এলাহীর বিরুদ্ধে রায়পুরা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায়ও মামলা রয়েছে।
আরও পড়ুনপুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনার পর মির্জাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1766577484.jpg)


