ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯ রাত

সাভারে বাসে আগুন

ছবি: সংগৃহীত, সাভারে বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাসটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ১০টা ২ মিনিটে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ১০টা ৬ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং প্রায় ১০টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।

তিনি বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুন দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটির মালিক আজহারুল ইসলাম এবং চালকের নাম জুলমন। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত যান চলাচল পুনরায় শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধীরগতি কাটিয়ে ইন্টারনেট সুপারফাস্ট করার উপায়

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক