ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ রাত

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১, আহত-২

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১, আহত-২, প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহসড়কের আদমদীঘির অদূরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রাহিম হোসেন (১৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত ও মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছে।

আহতদের বগুড়া ও নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের ইন্তেহাদ প্লাষ্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রাহিম হোসেন আদমদীঘি উপজেলা সদরের কাশিমালা গ্রামের উজ্জল হোসেনের ছেলে। আহতরা হলো, আক্কেলপুর উপজেলার পুরঘর গ্রামের লিটনের ছেলে তৌফিক হোসেন ও একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে রহিম উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা রাহিম হোসেন তার অপর দুই বন্ধুকে নিয়ে সান্তাহার থেকে মোটরসাইকেল যোগে আদমদীঘি ফেরার সময় বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্তেহাদ প্লাষ্টিক কারখানার সামনে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধ সড়কের উপড় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে আদমদীঘি হাসাপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন

আহতদের মধ্যে গুরুতর রাহিম হোসেন ও তৌফিক হোসেনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক রাহিম হোসেনকে মৃত ঘোষনা করেন। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায়  আইনী প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১, আহত-২

আখেরি মোনাজাতে শেষ হলো রংপুরের বিভাগীয় ইজতেমা

বগুড়ার বারপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

বগুড়ায় অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে দেড় বছরে সেবা নিয়েছে ১১ শতাধিক রোগী

যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে : রেজাউল করিম বাদশা