‘সচিবালয় ভাতা’ আন্দোলন থেকে ১১ জনকে আটক
সচিবালয় ভাতা চালুর দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলনে অংশ নেওয়া সচিবালয়ের ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল থেকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ কমিশনার মো. মাসুদ আলম। আটক ব্যক্তিদের মধ্যে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী রয়েছেন। বাকি আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের ভাষ্য, কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রশাসনের নির্দেশনা অমান্যের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বুধবার সচিবালয়ে কর্মরত সব মন্ত্রণালয়–বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনে নামেন এবং বেলা আড়াইটার পর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান নিলে তিনি প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। রাতে উপদেষ্টার পক্ষ থেকে ‘জিও জারির আশ্বাস’ পাওয়ার পর তারা কর্মসূচি স্থগিত করেন।
তবে বৃহস্পতিবার দুপুর ৩টার মধ্যে প্রতিশ্রুত প্রজ্ঞাপন জারি না হওয়ায় আন্দোলনকারীরা ফের সচিবালয়ে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং আগামী সপ্তাহে ‘পূর্ণদিবস কর্মবিরতির’ ঘোষণা দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রথমে ৫ জন এবং পরে আরও কয়েক জনকে তুলে নিয়ে গিয়ে মোট ১১ জনকে হেফাজতে নেয় পুলিশ।
আরও পড়ুনঅন্তর্বর্তী সরকারের শুরু থেকেই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। বৃহস্পতিবারও নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। নিষিদ্ধ এলাকা অমান্য করে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765477648.jpg)


_medium_1765470511.jpg)
_medium_1765469556.jpg)

