ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৬ রাত

পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত, পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কগ্রিসে অবৈধভাবে নৌপথে প্রবেশের চেষ্টায় প্রায় ৪০ জন বাংলাদেশি মানবপাচারকারীদের অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন। তীব্র শীত, ক্ষুধা ও পানির অভাবে তারা বোতলে থাকা পেট্রলকে পানি ভেবে পান করেন, এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।

দূতাবাস সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিকের নৌকায় গ্রিসের উদ্দেশে রওনা হন তারা। পথে নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে এবং নৌকায় কোনো খাবার ছিল না। দুই দিন অনাহারে থাকার পর প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় তারা বোতলে থাকা পেট্রলকে পানি ভেবে পান করেন। এতে অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে গ্রিস কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এথেন্সের এক্সার্খিয়ার একটি হাসপাতাল দূতাবাসকে বিষয়টি জানানোর পর দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রল পান করায় অনেকের পাকস্থলী, শ্বাসযন্ত্রে গুরুতর সমস্যা সৃষ্টি হয়েছে। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এতে দু’জনের মৃত্যু হয় এবং চারজনের অবস্থা ছিল সংকটাপন্ন। একজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার ডায়ালাইসিস চলছে। বাকি আহতদের অবস্থা স্থিতিশীল হওয়ায় দুই দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়ার জন্য তাদের মালাকাসা ক্যাম্পে পাঠানো হবে।

আটক বাংলাদেশিরা জানান, দালালচক্রের মাধ্যমে তারা সমুদ্র পথে গ্রিসে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু পথে পর্যাপ্ত খাবার-পানির ব্যবস্থা ছিল না। মানবপাচারকারীরা তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়।

আরও পড়ুন

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, “অবৈধ পথে অনুপ্রবেশ প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। মানবপাচারকারীদের থেকে দূরে থাকতে হবে এবং কোনোভাবেই সমুদ্রপথে গ্রিসে যাওয়ার চেষ্টা করা উচিত নয়।” তিনি জানান, হাসপাতালে থাকা বাংলাদেশিদের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহত দু’জনের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে।

এ ঘটনার পর গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ

`নিষিদ্ধ' আওয়ামী লীগের মশাল মিছিল

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে জমকালো আয়োজনের প্রস্তুতি

ভারতকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

আবারও বাড়ল স্বর্ণের দাম