উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল। বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আরতেতার শিষ্যরা। এই জয়ে ৬ ম্যাচের সবকটিতে পূর্ণ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা। অন্যদিকে, পয়েন্ট হারিয়েছে পিএসজি, নিউক্যাসেল ইউনাইটেড ও বরুশিয়া ডর্টমুন্ড।
বেলজিয়ামের ইয়ান ব্রেডেলস্টাডিয়নে চোটজর্জর দল নিয়েও আধিপত্য দেখায় আর্সেনাল। ম্যাচের ২৫ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন ননি মাদুয়েকে। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিট) মার্তিন সুবিমেন্দীর ক্রস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন মাদুয়েকেই।
এর মিনিট নয়েক পর ব্রুজের কফিনে শেষ পেরেক ঠোকেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। এ নিয়ে চলতি আসরে ৫ ম্যাচে ৫ গোল করলেন তিনি। দীর্ঘ বিরতির পর ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা গ্যাব্রিয়েল জেসুস একটি শট ক্রসবারে মারেন।
আর্সেনালের এই জয়ে তাদের সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোয় খেলা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে, মাত্র ৪ পয়েন্ট নিয়ে বাদ পড়ার শঙ্কায় ক্লাব ব্রুগ। উল্লেখ্য, ব্রুগের নতুন কোচ ইভান লেকোর এটি ছিল প্রত্যাবর্তনের ম্যাচ।
পিএসজিকে রুখে দিল বিলবাও
এদিকে স্পেনের আতলেতিক বিলবাওয়ের মাঠে গোলশূন্য ড্র করেছে ফরাসি জায়ান্ট পিএসজি। অসুস্থতার কারণে উসমান দেম্বেলেকে ছাড়াই মাঠে নামা লুইস এনরিকের দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও বিলবাও গোলরক্ষক উনাই সিমন ছিলেন চীনের প্রাচীর হয়ে। ব্র্যাডলি বারকোলার একটি শট ক্রসবারে লাগে এবং ফাবিয়ান রুইজ ও কোলো মুয়ানিদের বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন সিমন। এই ড্রয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে পিএসজি, আর প্লে-অফ জোনের বাইরে থাকা বিলবাওয়ের সংগ্রহ ৫ পয়েন্ট।
লেভারকুসেনের নাটকীয় প্রত্যাবর্তন
জার্মানিতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ২-২ গোলে ড্র নিয়ে ফিরতে হয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে। ম্যাচের শুরুতে ব্রুনো গিমারেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও অ্যান্থনি গর্ডন ও লুইস মাইলির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি।
আরও পড়ুন
নিউক্যাসেল দুবার পোস্টে বল মারার দুর্ভাগ্যও বরণ করে। তবে ম্যাচের ৮৮ মিনিটে আলেক্স গ্রিমালদোর গোলে হার এড়ায় জাভি আলনসোর লেভারকুসেন। এই ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নিউক্যাসেল, আর ৯ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে লেভারকুসেন।
অন্যান্য ম্যাচের ফলাফল
পর্তুগালের মাটিতে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিকে ২-০ গোলে হারিয়ে চমক দিয়েছে বেনফিকা। সাইপ্রাসের ক্লাব পাফোসের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে জুভেন্টাস, যেখানে গোল পেয়েছেন ওয়েস্টন ম্যাককেনি।
অন্যদিকে, ঘরের মাঠে নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটের সঙ্গে ২-২ গোলে ড্র করে দর্শকদের দুয়ো শুনেছে বরুশিয়া ডর্টমুন্ড। জুলিয়ান ব্রান্ডট দুবার দলকে এগিয়ে নিলেও লিড ধরে রাখতে ব্যর্থ হয় জার্মান ক্লাবটি।
এছাড়া আজারবাইজানে কারাবাগের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষদিকে তিন গোল করে ৪-২ ব্যবধানের নাটকীয় জয় পেয়েছে আয়াক্স। ভিয়ারিয়ালের মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে এফসি কোপেনহেগেন।