টিএসসিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহ
ঢাবি প্রতিনিধি : মুক্তিযুদ্ধকে অবমাননার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে টিএসসি প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের আরাফাত চৌধুরী নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচির ডাক দেন।
আরও পড়ুনকর্মসূচিতে উপস্থিত থেকে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা মূলত পাকিস্তানের দোসর। এই বাংলায় রাজাকার-আলবদরদের কোনো স্থান হতে পারে না।” কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধবিরোধী সব প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান।
মন্তব্য করুন









