সন্তানহারা মা কুকুর পেল নতুন দুই সন্তান
পাবনা প্রতিনিধি : আটটি সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হয়েছিল টম নামের মা কুকুরটি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উপজেলা পরিষদের আশেপাশে খুঁজে ফিরছিল নিজের সন্তানদের। দুধ সেবন করা ছানাগুলো না থাকায় স্তন ফুলে সেই যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছিল অনেকগুণ।
তবে আট সন্তান হারালেও, নতুন দুই সন্তান পেয়েছে মা কুকুরটি। অন্য একটি কুকুরের জন্ম দেওয়া কয়েকটি বাচ্চা থেকে দু'টি সংগ্রহ করা হয়েছে টমের জন্য। দু'টি ছানা পেয়ে স্বস্তি ফিরেছে তার চোখে-মুখে।
গতকাল বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে কুকুরছানা দু'টি সংগ্রহ করেন সামাজিক সংগঠন ঈশ্বরদীয়ান’র মুখপাত্র শাহরিয়ার অমিত ও তার বন্ধুরা। পরে উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের কাছে ছেড়ে দিলে ছানা দু'টি মা কুকুরের স্তন সেবন শুরু করে। মুহূর্তেই ছানা দু'টিকে আপন করে নেয় টম।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ স্বেচ্ছাসেবকরা।
মন্তব্য করুন







