সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বার্ষিক পরীক্ষা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বার্ষিক পরীক্ষা গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের টানা ধর্মঘট চালাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
উল্লাপাড়ার ঝিকিড়া বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশ মোতাবেক সকালে পরীক্ষা গ্রহণের জন্য কার্যক্রম শুরু করলে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহ আলমের নেতৃত্বে ধর্মঘটরত বেশকিছু সহকারী শিক্ষক স্কুলে উপস্থিত হয়ে পরীক্ষা বন্ধ রাখার হুমকি দেন ও অশোভন আচরণ করেন।
এসময় প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমাকে দ্রুত তার স্কুলে পাঠান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই সব কক্ষে প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু করেন। এসময় তার নেতৃত্বে আমি ও অভিভাবকরা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করি।
এব্যাপারে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের নিদের্শনায় চলমান ধর্মঘটের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝিকিড়া বন্দর প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। তবে পরীক্ষা বন্ধের কোন হুমকি দেইনি।
আরও পড়ুনউল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা জানান, তিনি ধর্মঘটি সহকারী শিক্ষকদের বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচির প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার উল্লাপাড়ার নির্বাহী অফিসারের নির্দেশনায় ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ও অভিভাবকদের নিয়ে পরীক্ষা গ্রহণ করেছেন। প্রয়োজনে প্রতিদিনই এভাবে তিনি পরীক্ষা গ্রহণ করবেন বলে জানান।
উল্লেখ্য, উল্লাপাড়ার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভার অধিকাংশ স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এতে ডিউটি করছেন প্রধান শিক্ষক ও অভিভাবকগণ।
মন্তব্য করুন







