ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টন ভারতীয় জিরা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিন টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকা থেকে জিরাসহ একটি ট্রাক আটক করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, ভারত থেকে আনা জিরাগুলো ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। জব্দ করা জিরা ও ট্রাকের মূল্য প্রায় ৯৮ লাখ টাকা।
আরও পড়ুনতিনি জানান, জব্দ করা জিরা আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1764771048.jpg)





