ইউক্রেন যুদ্ধ : সমঝোতায় পোঁছাতে পারেনি রাশিয়া-যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ক্রেমলিনে টানা পাঁচ ঘণ্টার আলোচনার পরও ইউক্রেন যুদ্ধের অবসানে কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো দূতদের মধ্যকার এই দীর্ঘ বৈঠকে অগ্রগতি হয়েছে কম, আর মতপার্থক্য হয়েছে আরও স্পষ্ট।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে পাঁচ ঘণ্টার বৈঠকের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও সমঝোতা হয়নি বলে রাশিয়া জানিয়েছে। মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূতদের আলোচনার পর বুধবার এ তথ্য জানানো হয়। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত থামানো ট্রাম্পের প্রেসিডেন্সির অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি কখনও পুতিনকে, আবার কখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন।
মঙ্গলবার রাত পর্যন্ত চলা আলোচনায় অংশ নেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। মধ্যরাতের পর বৈঠক শেষ হলে পুতিনের শীর্ষ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ‘এখনও কোনও সমঝোতা হয়নি। সামনে অনেক কাজ বাকি।’ উশাকভ জানান, পুতিন যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। বৈঠক শেষে উইটকফ যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে হোয়াইট হাউসকে ব্রিফ করেছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে কোনও বৈঠকের পরিকল্পনা আপাতত নেই। তবে সর্বরশষ এই আলোচনাকে তিনি ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








