জয়পুরহাটের ক্ষেতলালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ডিসি‘র মতবিনিময়
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে ক্ষেতলাল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের উদ্যোগে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচন গণতন্ত্রের উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
জেলা প্রশাসক আরও বলেন, ভোটারের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের পরিবেশ নিশ্চিত করতেই বিশেষ মনোনিবেশ করা হয়েছে। কোনো ধরনের অপপ্রচার, গুজব ও সহিংসতা বরদাশত করা হবে না। সকলকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
সভা শেষে অংশগ্রহণকারীরা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মন্তব্য করুন







