ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৪ রাত

বগুড়ায় গরম কাপড়ের যোগানবৃদ্ধি, শীত বাড়লেই বিক্রি বাড়বে

বগুড়ায় গরম কাপড়ের যোগানবৃদ্ধি, শীত বাড়লেই বিক্রি বাড়বে। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : প্রকৃতিতে শীতের আগমনী সুর বেশকিছুদিন আগে থেকেই বাজতে শুরু হলেও  আজ থেকেই মনে হয় আনুষ্ঠানিক শীত পড়ল;  শহরের মানুষের গায়ে দিনমান গরম কাপড় জড়ানো দেখে তাই মনে হচ্ছে। দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এখন হাড় কাঁপানো ঠান্ডা। তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াস‘র ঘরে।

তবে আবহাওয়া অধিদফতর বলছে, উত্তরের এই হিমেল বার্তা দ্রুতই ছড়িয়ে পড়বে এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে দেশজুড়ে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এই শীতের  আগমনীতে বগুড়ার  মার্কেটগুলোতে শীতের কাপড় বিক্রি থমকে থাকলেও আজ সোমবার (১ ডিসেম্বর) তা বেড়েছে। ব্যবসায়ীরা অপেক্ষা করছেন শীত বাড়লে ক্রেতা বাড়বে।

আজ সোমবার (১ ডিসেম্বর) নিম্নচাপের কারণে দিনভর মেঘ এবং হালকা সূর্যের আলোর লুকোচুরি দেখা গেছে।  তাপমাত্রা কমে গেছে এরই মধ্যে। আবহাওয়া অফিস  সূত্র  জানায় আজ সোমবার (১ ডিসেম্বর) বগুড়ার  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৩দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এই মৌসুমকে কেন্দ্র করে শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতেও শীতের কাপড়ের যোগান বাড়িয়েছেন বিক্রেতারা। কয়েকদিন হলো ফুটপাতেও শীতবস্ত্র নিয়ে বসছেন মৌসুমী বিক্রেতারা।

বগুড়ার নিউমার্কেট, রানার প্লাজা, হকার্স মার্কেটসহ অন্যান্য বিপনীবিতানগুলোতে দেখা যায়, বিভিন্ন রঙ-বেরঙের ছোট-বড় সোয়েটার, কোট, জ্যাকেটসহ নানারকম শীতবস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। গতকয়েকদিন মার্কেটগুলোতে ক্রেতা আজ সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর ক্রেতার দেখা মিলছে দোকান গুলোতে। বিশেষ করে মৌসুমী বিক্রেতাদের ভ্যানে বেশি ক্রেতার দেখা মিলছে। অন্যদিকে বগুড়ার গরিবের ভরসা খ্যাত হকার্স মার্কেটে শীতের বেচাকেনা করতে দেখা গেছে।

হকার্স মার্কেটের কাপড় বিক্রেতা ময়নুল আকন্দ বলেন, কয়েকদিন হলো শীত পড়তে শুরু করলেও এখনও বেচাকেনা তেমন জমে উঠেনি। মেঘের আনাগোনায় সূর্যের তেজ কম থাকায় মানুষ মার্কেটে আসতে শুরু করেছে।  শীত না পড়লে বেচাকেনা জমবে না বলে মনে হয়।

শহরের অভিজাত বিপনী বিতান রানা প্লাজার বিক্রয়কর্মী শফিকুল আলম বলেন, গরম কাপড় কমিয়ে দিয়ে শীতের পোশাক তোলার পর ক্রেতারা তা দেখে কিছু কাপড় কিনছেন। শীতের প্রকোপ না বাড়লে মানুষ আর শীতের কাপড় খুব একটা কিনে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় গরম কাপড়ের যোগানবৃদ্ধি, শীত বাড়লেই বিক্রি বাড়বে

বিপিএলে এবার ফিক্সিং ঠেকাতে থাকছে সিআইডি

অস্ট্রেলিয়ায় শয়তানের পূজা করতে শিশুদের যৌন নির্যাতন, গ্রেফতার ৪

নওগাঁর রাণীনগরে পরকীয়া প্রেমিককে বিয়ের একদিন পরই তালাক

সিরাজগঞ্জের শাহজাদপুর ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যা বললেন ওমর সানী