ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামি গ্রেফতার
ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হোসেন (৪০) হত্যাকাণ্ডের মামলার এক আসামি রাহাত আলীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ সোমবার ভোররাতে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাহাত আলী পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গত শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে ইলেকট্রনিকস ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে র্যাব আসামিদের গ্রেফতার অভিযান শুরু করে।অভিযানের অংশ হিসেবে উদয়পুর এলাকা থেকে রাহাত আলীকে গ্রেফতার করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






