গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে মরিচক্ষেতে শ্রমিকের মৃত্যু, মেলেনি পরিচয়
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে মরিচের জমিতে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে চরাঞ্চলীয় ফজলুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাংলা বাজারের উত্তরপাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে কাজের উদ্দেশ্যে লোকটি এলাকায় আসেন। নিজের নাম সাদা মিয়া এবং বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট এলাকায় বলে পরিচয় দেন। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে খাটিয়ামারী গ্রামের পাষাণ আলীর বাড়িতে সকালের নাস্তা সেরে তিনি মরিচের জমিতে একাই কাজ করতে থাকেন। কাজ করার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মারা যান। তবে সেসময় ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিলেন না।
মৃত্যুর সংবাদ জানতে পেরে ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে এবং পরিবারের খোঁজ পেতে স্থানীয়দের নিয়ে ব্যাপক চেষ্টা চালান। দীর্ঘ সময় চেষ্টার পরও পরিবারের সন্ধান না পাওয়ায় চেয়ারম্যান বিষয়টি ফুলছড়ি থানা পুলিশকে অবহিত করেন।
বিকেল ৩টায় ফুলছড়ি থানা এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। মৃত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন







