ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ০২:৪২ দুপুর

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন

সংগৃহিত,লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন

লিবিয়া হতে দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭০ অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে লিবিয়া হতে প্রত্যাবাসনেচ্ছুক ১৭০ অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ৬টা ১০মিনিটের দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তারা দেশে ফিরেন।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশীরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সকলের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসমগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। 

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসাথে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন

বিশ্বকাপে জার্মানি-নেদারল্যান্ডস

শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট : ঢাবির ডেপুটি রেজিস্টারকে পুলিশে দিলো শিক্ষার্থীরা 

কিয়েভে ১০০ রাফাল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স

গাজার ২০ হাজারের বেশি নিদর্শন লুট করেছে ইসরায়েলি বাহিনী

গণভোটের ব্যালটে প্রশ্নের ধরন নিয়ে চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রকাশ