ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল

আমন চাষে খরচ বেড়েছে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা

আমন চাষে খরচ বেড়েছে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে শুরু হয়েছে ধান কাটা মাড়াইয়ের কাজ। অনুকূল আবহাওয়ায় এবছর আমনের বাম্পার ফলনেও হাসি নেই চাষিদের মুখে। গত বছরের তুলনায় এবছর বিঘা প্রতি খরচ বেড়েছে ১২ শতাংশ। একদিকে সার-কীটনাশকের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি অপরদিকে বাজারে ধানের দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।

লালপুর উপজেলা কৃষি বিভাগের তথ্য বলছে, উপজেলায় ২০২৫-২৬ মৌসুমে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ১৪০ হেক্টর। চাষ হয়েছে ৯ হাজার ১৮৫ হেক্টর। লোকসান কাটিয়ে উঠতে উৎপাদন খরচের সাথে ৩০ শতাংশ সহায়তা দিয়ে ধানের দাম নির্ধারণ করে ইউনিয়ন পর্যায়ে ক্রয় সেন্টার খুলে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করলে কৃষকরা লাভবান হবে বলে জানান কৃষকরা।

লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের শাহজামাল হোসেন নামে এক বর্গা চাষি বলেন, ঋণ নিয়ে বিঘা প্রতি ১৫ হাজার টাকায় ৭ বিঘা জমিতে চাষ করেছেন তিনি। গত বছরের তুলনায় এ বছর বিঘা প্রতি খরচ বেড়েছে আড়াই হাজার থেকে তিন হাজার। ধান চাষে খরচ বাড়লেও বাড়েনি বাজারে ধানের দাম।

আরও পড়ুন

ফুলবাড়ি গ্রামের ধান চাষি আলতাফ হোসেন এবছর তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন। তিনি বলেন, ধানের ফল ভালো হয়েছে। কিছুদিন পরেই ধান কাটা শুরু হবে। বিঘা প্রতি ১৭-২০ মণ হারে ফলন হবে। বর্তমানে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১২শ’ টাকা। আবুল কালাম নামে এক চাষি বলেন, এবার ধানের বাম্পার ফলন হলেও উৎপাদিত ধানের ন্যায্য দাম না পেলে বর্তমান বাজারমূল্যে ধান বিক্রি করে লাভ তো দূরের কথা খরচের টাকা উঠবে না।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, অনুকূল আবহাওয়ায় এবছর উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফালন হবে। ধান চাষে খরচ বৃদ্ধি কথা স্বীকার করে তিনি বলেন, কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য দাম পেলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমন চাষে খরচ বেড়েছে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা

এবার দল হিসেবে আ.লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

হাসিনা-কামালকে হস্তান্তরে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান

নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন