হাসিনার ব্যাংক ঋণ শোধ করলেন জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন
করতোয়া ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কৃষি উন্নয়ন ব্যাংকের ঋণের বোঝা থেকে হাসিনা বেগম নামের এক অসহায় নারীকে মুক্ত করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। হাসিনা বেগমের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে। তিনি ওই এলাকার মানসিক ভারসাম্যহীন ইদ্রিস আলীর স্ত্রী।
আজ রোববার (১৬ নভেম্বর) ব্যাংকের তিরনইহাট শাখায় উপস্থিত হয়ে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন ওই নারীর ঋণের ৮০ হাজার ৫৩৩ টাকা পরিশোধ করেন। জানা গেছে, হাসিনা বেগম ২০২২ সালে মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। তার স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সংসারের সব দায়িত্ব তাকেই পালন করতে হয়। মানুষের বাড়িতে কাজ করে তিনি ১৫ হাজার টাকা পরিশোধ করেন।
এদিকে, গত ২৫ মার্চ তার অজান্তেই ব্যাংকে ঋণ নবায়ণ করে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি দেখানো হয়। পরে চক্রবৃদ্ধি সুদে ঋণের পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৫৩৩ টাকায়। সংসার চালাতে হিমশিম খাওয়া হাসিনার পক্ষে এই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় বিষয়টি জানতে পেরে তার ঋণ পরিশোধের উদ্যোগ নেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।
আরও পড়ুনজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী এমন মানবিক কাজে ভবিষ্যতেও পাশে থাকতে চাই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







