সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতা মামলায় আ’ লীগ নেতা গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: একরামুল হোসাইন জানান, ফ্যাসিবাদ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উধুনিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উল্লাপাড়া থানায় বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। গতকাল রোববার তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন










