ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:০৮ বিকাল

শাহরুখের নামে দুবাইয়ে তৈরি হলো বিলাসবহুল পাঁচতারা হোটেল

শাহরুখের নামে দুবাইয়ে তৈরি হলো বিলাসবহুল পাঁচতারা হোটেল

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেল তৈরি করেছে দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ‘দানুবে’। ৫৬ তলার সেই বহুতল ভবনের সামনে শাহরুখের মূর্তি। দুই বাহু ছড়িয়ে সেই আইকনিক পোজ। নাম শাহরুখজ দানুবে।

শুক্রবার বিলাসবহুল এই হোটেলের মুম্বাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিং খান নিজে। নিজের নামে এমন মূর্তি দেখে আপ্লুত অভিনেতা। ‘দানুবে’র প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান রিজওয়া সজনের সঙ্গে দুই বাহু ছড়িয়ে আইকনিক পোজও দেন তিনি।

এসময় শাহরুখ বলেন, আমার জীবনে অনেক কিছু রয়েছে। সিনেমা ছাড়া আর কিছুতেই আমার নাম দেখা যায়নি। আমার পেশা এবং সাধনার অঙ্গ হচ্ছে ছবি। সেখানে এরকম কিছু আমার জন্য সত্যি অনেক বড় উপহার।

এরপর শাহরুখ আরও বলেন, আমি কখনো এভাবে নিজেকে পেতাম না। রিজওয়ান ভাই আমাকে তার অসুস্থ স্ত্রীর কথা বলেছিলেন। আমি চাই তিনি দ্রুত সুস্থ হোন। এটা আমার হৃদয় ছুঁয়ে যায়। বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন। তাদের স্বপ্নের পথে আমি একজন হতে পারলে ক্ষতি কীসের।

আরও পড়ুন

আগামী তিন-চার বছরের মধ্যে বহুতল ভবনটির কাজ শেষ হবে বলে জানা গেছে। ভবনটির প্রবেশ পথে থাকবে শাহরুখের মূর্তি। টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে শাহরুখ খানের স্বাক্ষরযুক্ত ভাস্কর্য। যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন অনুরাগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখের নামে দুবাইয়ে তৈরি হলো বিলাসবহুল পাঁচতারা হোটেল

গরুর মাংস,কমলার রসসহ ২ শতাধিক পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

‘আল্লাহ যা লিখে রেখেছেন, তাই হয়’: বাবর আজম

বাগেরহাট কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

ডেপুটি ম্যানেজার নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা

  ব্র্যান্ড–যোগাযোগের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ দিক নির্দেশনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজন ১৪তম কমিউনিকেশন সামিট