জিএম সিরাজ
সৎ মানুষ তৈরি করতে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া- ৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, দেশ গড়তে ভালো মানুষ প্রয়োজন। একজন প্রকৃত মানুষ হতে হলে নিজের মধ্যে সততা থাকতে হবে। আর সৎ মানুষ তৈরি করতে নৈতিক শিক্ষা প্রদান অত্যন্ত জরুরি। তিনি বলেন বাড়ি হচ্ছে বড় শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ি থেকে সন্তানদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। পাশাপাশি স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, সত্যের জয় সব সময় হয়। বর্তমান তরুণ প্রজন্ম আমাদের প্রেরণা দিয়েছে। তারা সত্যের পক্ষে গণঅভ্যুত্থান করে জয় ছিনিয়ে এনেছে। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে, দেশের মানুষের বিজয় হয়েছে। বগুড়ার ধুনট উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার দুপুর ১টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর সামাজিক উদ্যোগ ‘সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এ সম্মননার আয়োজন করে। ‘দ্যা ফিউচার লিডার’ -প্রতিপাদ্য নিয়ে জিপিএ ৫ প্রাপ্ত ২৮জন কৃতি শিক্ষার্থীকে জনপ্রতি সনদ ও সন্মাননা ক্রেস্ট এবং উপহার হিসেবে ল্যাপটপ ব্যাগ, কফিমগ ও নোট বুক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর উদ্যোক্তা বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী। তিনি বলেন ‘আগামী দিনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন তরুণদের হাত ধরেই আসবে। তরুণরাই হবে এর মূল কারিগর।
আরও পড়ুনধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেনের সভাপতিত্বে ও জিএমসি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের সম্মননা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জালশুকা হাবিবুর রহমান কলেজের প্রভাষক আব্দুল কাদের তালুকদার, সম্মননা প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মিম খাতুন ও শাকিল আহমেদ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763049843.jpg)



_medium_1763044142.jpg)


_medium_1763038577.jpg)

