বাগেরহাটে জুলাই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে পৃথক পৃথক স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশে করেছে বিএনপি ও জামায়াত।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের উদ্যোগে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজার মোড়ে প্রতিবাদ সভা করেন।
স্থানীয় বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম,সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলামসহ আরও অনেকে।
এদিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়েতের যুব বিভাগের প্রধান ও জামায়াতের মনোনিত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাতের নেতৃত্বে।
আরও পড়ুন
নিউজ ডেস্ক

_medium_1763032292.jpg)
_medium_1763031448.jpg)

_medium_1763028500.jpg)
_medium_1763027847.jpg)
_medium_1763033771.jpg)
