ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:৫৩ দুপুর

ঢাবির পাঁচ গেটে তালা দেওয়ার ঘটনায় পাঁচ নিরাপত্তা প্রহরী সাময়িক বহিষ্কার

ঢাবির পাঁচ গেটে তালা দেওয়ার ঘটনায় পাঁচ নিরাপত্তা প্রহরী সাময়িক বহিষ্কার, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি প্রবেশদ্বারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঐ পাঁচটি প্রবেশদ্বারের দায়িত্বে থাকা পাঁচজন নিরাপত্তা প্রহরীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাময়িকভাবে বহিষ্কৃত প্রহরীরা হলেন—
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রহরী মো. শাহ আলম ও মো. সেলিম, চারুকলা অনুষদের মাঝের গেটের প্রহরী মো. সংগ্রাম হোসেন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রহরী মো. সাইফুল ইসলাম, এবং কার্জন হলের পেছনের গেটের প্রহরী মো. আলী আহমেদ। তাদের প্রত্যেককে সাময়িকভাবে বহিষ্কারের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাতে  আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি এলাকার প্রবেশদ্বারে তালা লাগিয়ে দেয়।

আরও পড়ুন

পরদিন (১২ নভেম্বর) ঘটনাটির পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “দায়িত্বে অবহেলার কারণেই তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যারা ঐ প্রবেশদ্বারগুলোতে তালা লাগিয়েছিল, তাদের শনাক্তে কাজ চলছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, শনাক্ত প্রক্রিয়া এগিয়ে চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির পাঁচ গেটে তালা দেওয়ার ঘটনায় পাঁচ নিরাপত্তা প্রহরী সাময়িক বহিষ্কার

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

আমি সত্যিই বার্সাতে ফিরতে চাই : মেসি

সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল পাকিস্তান

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা যশোরে আটক