প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৬:০৮ বিকাল
ফ্রান্সের দল থেকে ছিটকে গেলেন মুয়ানি
ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি
স্পোর্টস ডেস্কঃ ইনজুরির কারণে টটেনহ্যামের ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি ফ্রান্স ফুটবল দলে থাকছেন না। বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচের জন্য ফ্রান্সের স্কোয়াডে ডাক পেয়েছিলেন ২৬ বছর বয়সি এই স্ট্রাইকার। তার বদলি হিসেবে ফ্রান্সের দলে ডাক পেয়েছেন ফ্লোরিয়ান টুভান।
ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) সোমবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে মুয়ানির দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
গত শনিবার (৮ নভেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে মুয়ানি চোয়ালে আঘাত পান। ম্যাচের বিরতিতে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়। টটেনহ্যাম কোচ টমাস ফ্র্যাঙ্ক মুয়ানির ইনজুরিকে শুরুতে বড় কিছু নয় বলে উল্লেখ করলেও, পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় তার চোয়াল ভেঙে গেছে।
ফ্রান্সের দলে নিয়মিত খেলা এই স্ট্রাইকার এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৯ গোল করেছেন। তার বদলি হিসেবে ডাক পাওয়া টুভান শেষবার ফ্রান্সের দলে ডাক পেয়েছিলেন ১০ বছর পর। আর ফ্রান্সের দলে ডাক পেয়েই গোল করেছিলেন তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১২ ম্যাচে ২ গোল করেছেন এই উইঙ্গার।
ফ্রান্স আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে খেলবে এবং তিন দিন পর আজারবাইজান সফরে যাবে। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762859875.jpg)





