ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

জুবিন গার্গের মৃত্যু নিয়ে আসামে রাজনৈতিক উত্তেজনা

জুবিন গার্গের মৃত্যু নিয়ে আসামে রাজনৈতিক উত্তেজনা

বিনোদন ডেস্কঃ নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালীন সিঙ্গাপুরে মারা যান আসামের সংগীত কিংবদন্তি জুবিন গার্গ। ৫২ বছর বয়সে ১৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করা এই শিল্পীর মৃত্যু ও পরবর্তীতে ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। আর এই পরিস্থিতি আসামের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, গার্গের মৃত্যুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক শ্যামকনু মহান্তা, যিনি ইতোমধ্যেই গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন। মহান্তা পরিচালিত নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গার্গকে নিয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে ক্ষোভ রয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, স্বাস্থ্যজনিত কারণে গার্গকে সিঙ্গাপুরে নেয়া কি যৌক্তিক ছিল?

এদিকে, গায়কের মৃত্যুর ঘটনার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আসাম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ একে অপরের বিরুদ্ধে অভিযোগের মাধ্যমে বিষয়টিকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন। হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ তুলেছেন যে, সিঙ্গাপুরে আসা ব্যক্তিদের পুলিশে হাজিরা দিতে হবে এবং ফেস্টের হিসাব-নিকাশ পরীক্ষা করা উচিত। অন্যদিকে গৌরব গগৈ সরমাকে উদ্দেশ্য করে বলেছেন, তদন্তকে মহান্তাকে রক্ষা করার দিকে মোড় দেয়া হচ্ছে এবং ফ্যানদের ওপর পুলিশি শক্তি প্রয়োগ করা হয়েছে। এছাড়া রাজ্য পুলিশের তদন্ত, সামাজিক গণমাধ্যমে বিতর্কিত মন্তব্য ও জুবিন গার্গের ভক্তদের প্রতিবাদ সবই রাজনৈতিক উত্তেজনার শুরু করেছে।

 

আরও পড়ুন

মহান্তা এবং সিদ্ধার্থ শর্মার গ্রেপ্তারের পর আসাম আইনজীবী সমিতি তাদের কোনও আইনজীবী নিযুক্ত না করার জন্য সদস্যদের আহ্বান জানায়। মহান্তা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছেন যাতে তদন্ত কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তর করা হয়। এদিকে, বিজিপি অভিযোগ করেছে যে মহান্তা কংগ্রেসের একজন পক্ষপাতী আইনজীবী নিয়েছেন, যা রাজনৈতিক দ্বন্দ্বকে আরও জোরালো করেছে।

জুবিন গার্গের মৃত্যুতে ভক্তদের আবেগ, অভিযোগ ও রাজনৈতিক উত্তাপ মিলিত হয়ে আসামের নির্বাচন-মূলক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ভক্তরা ন্যায়বিচার চাইছেন, রাজনৈতিক দলগুলো এই আবেগকে কিভাবে ব্যবহার করছে, তা এখন নজরকাড়া বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa