ভিডিও সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে নৌবাহিনীর কড়া নিরাপত্তা

ছবি : সংগৃহীত,দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে নৌবাহিনীর কড়া নিরাপত্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নৌবাহিনী স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ে দায়িত্ব পালন করছে।

এরই অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান নগরীর একতা গোষ্ঠী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রধান পুরোহিত, আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মাঠপর্যায়ের প্রস্তুতি ও যৌথ নিরাপত্তা কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে যৌথ টহল ও নজরদারি আরও শক্তিশালী করার নির্দেশনা দেন।

নৌবাহিনী জানিয়েছে, চট্টগ্রাম, টেকনাফ, কক্সবাজার, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, বরগুনা, ভোলা, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় বিভিন্ন অঞ্চলে পূজা উপলক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ সময় সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানোর পাশাপাশি কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল গঠন করা হয়েছে।

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ অভিযানিক টিম প্রস্তুত রাখা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে নৌবাহিনী। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদ্‌যাপন পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দর্শনা সীমান্তে ৫৯ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক

কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

কুয়েতের গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি ২টি ক্যালিগ্রাফি হস্তান্তর

সরকারি চাকরিতে বেতন বাড়াতে কমিশনের কাজ শুরু

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর