ফাইনালে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল আজ। গুরুত্বপূর্ণ এই ফাইনালে এশিয়ার এই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মাঠে নামার আগে কাগজে-কলমে এগিয়ে ভারত। তবে পাকিস্তানকেও হালকাভাবে দেখার সুযোগ নেই। সর্বশেষ দুই দল ফাইনালে খেলেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। সেবার জিতেছিল পাকিস্তান।
তবে এশিয়া কাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে ভারত। তারা এশিয়া কাপের এবারের আসরে টানা ৬ ম্যাচে দাপুটে জয়ে ফাইনালে। অন্যদিকে বাদ পরার শঙ্কা নিয়েই ফাইনাল পর্যন্ত এসেছে পাকিস্তান।
টুর্নামেন্টজুড়ে ছন্দে না থাকলেও পাকিস্তান ফাইনালে জ্বলে উঠতে পারে। তারা অতীতে এমন দৃষ্টান্ত রেখেছে। ১৯৯২ সালের বিশ্বকাপে এবং ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নড়বড়ে অবস্থায় থেকে ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
এখন দেখার বিষয়, আজ ফাইনালে কোন একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান।
ফাইনালে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ পাকিস্তান খেলিয়েছে, সেই দলই আজ ফাইনালে ভারতের বিপক্ষে খেলাতে পারে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুনআজ ফাইনালে ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে খেলবেন ফখর জামান। তিনে খেলতে পারেন সাইম আইয়ুব।
পাকিস্তানের বোলিং লাইনআপে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে আছেন হারিস রউফ, ফাহিম আশরাফ ও হুসাইন তালাত। স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
মন্তব্য করুন