ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না : সালাহউদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত,ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না : সালাহউদ্দিন আহমদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ইসলাম রাজনৈতিক বাক্স নয়। ইসলামের নামে যারা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায় তাদের রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে মোকাবেলা করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের ইতিহাস লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস চুরি আর অর্থ পচারের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। ২৪-এর আন্দোলনে ১৪০০ মানুষকে আওয়ামী লীগ হত্যা করেছে।


২০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এতো রক্ত এতো ত্যাগের মধ্য দিয়ে হাসিনার পতনের পর আজ আমরা এখানে আসতে পেরেছি। আমরা যেনো আমাদের রক্তাক্ত ইতিহাস ভুলে না যাই।
তিনি বলেন, বিএনপির ইতিহাস সংস্থারের ইতিহাস।


বিএনপির ইতিহাস রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের ধারনাকে ধারণ করার ইতিহাস। বিএনপির ইতিহাস এদেশে সংস্কারের মধ্য দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার ইতিহাস।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৭১ এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছে। চেতনা ব্যবসা করতে করতে হাসিনার মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং ৭১ এর চেতনা ব্যবসা যেমন চলবে না, এই দেশে ধর্ম নিয়ে ব্যবসাও চলবে না।


তেমনিভাবে জুলাই বিক্রি করেও ব্যবসা চলবে না। জনগণ এখন সচেতন। কোন চেতনা ব্যবসায়ীকে প্রশ্রয় দেবে না।
তিনি আরো বলেন, কারা যেনো জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। কেউকি জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? যারা বিক্রি করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদ বলেন, তারা যে সংস্কারের কথা বলে, তারা জানে না বর্তমানে সংস্কারের জনক তারেক রহমান। তারেক রহমান ঘোষিত ৩১ দফাই এদেশের প্রকৃত সংস্কার। আমরা ৩১ দফা সিলগালা করে দিনাই। কেউ যদি আরো যৌক্তিক কোন সংস্কার আনে তাও যুক্ত করা হবে। সংস্কার শেষ হয় না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কেউ বলেছে বিচার সংস্কার না হলে নির্বাচন হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার আসবে আমার বিশ্বাস।  

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতে হবে। সকল অপপ্রচারের জবাব আপনাদের দিতে হবে আপনাদের। প্রতিনিয়ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকতে হবে এবং এর বিরুদ্ধে সত্যটুকু তুলে ধরতে হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের পর গণপিটুনি ও ছুরিকাঘাত

শ্রীপুরে রিসোর্টে আটকে মডেলকে গণধর্ষণ মামলায় আটক ১৪

ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা-উয়েফার কাছে চিঠি তুরস্কের

নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি

সিরাজগঞ্জে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের কারাদণ্ড

মাদারীপুরে ৯ বস্তা গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার